চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে দেড় শতাধিক আহত, আইসিইউতে এক শিক্ষার্থী

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে দেড় শতাধিক আহত, আইসিইউতে এক শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম গুরুতর আহত হয়ে বর্তমানে নগরীর ন্যাশনাল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতের পর আজ রোববার দুপুর ১২টার দিকে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয়দের ধাওয়া দিয়ে ফিরে আসার পথে নাইমুলকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাঁকে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে অনেক শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চবি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, “আমার বিভাগের জুনিয়র নাইমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ