১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ফেনীর ছাগলনাইয়ায়

admin
প্রকাশিত ০২ নভেম্বর, রবিবার, ২০২৫ ১৮:৩৫:৫৫
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ফেনীর ছাগলনাইয়ায়

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতের নাম মেহেদী হাসান (২৪)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুরুজ আলীর ছেলে

Manual7 Ad Code

পুলিশ জানায়, মেহেদী হাসানসহ ১০–১২ জন বন্ধু মিলে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুরতে যাচ্ছিলেন। তাঁরা কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত মেহেদী ছাদ থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Manual8 Ad Code

খবর পেয়ে ফেনী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়

এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, “চট্টগ্রামগামী মেইল ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, ট্রেনের ছাদে যাত্রী চলাচল প্রায়ই দেখা যায়, যা ঝুঁকিপূর্ণ হলেও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

Manual7 Ad Code