১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে ১১ দিনে ৬১ জেলে গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৫ অক্টোবর, বুধবার, ২০২৫ ১২:০১:৪৩
চাঁদপুরে ১১ দিনে ৬১ জেলে গ্রেপ্তার

Manual6 Ad Code

অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় টাস্কফোর্সের অভিযান

চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ১১ দিনে ৬১ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত ৩২টি মোবাইল কোর্ট ও ২১৩ অভিযানে এসব জেলে গ্রেপ্তার হন। এ সময় জব্দ করা হয় ৪৯৫ কেজি ইলিশ ও ২ লাখ ৪২ হাজার মিটার জাল, যার আনুমানিক মূল্য প্রায় ৫৯ লাখ ২১ হাজার টাকা।

Manual4 Ad Code

সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, অভয়াশ্রম এলাকার ৭০ কিলোমিটার এলাকায় পরিদর্শন করা হয়েছে ১৫টি অবতরণ কেন্দ্র, ১৩৭টি মাছ ঘাট, ৭৩২টি আড়ত ও ৪০৩টি বাজার। আটক জেলেদের বিরুদ্ধে ৪২টি মামলা করা হয়েছে এবং ৩৪ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন,

Manual6 Ad Code

“জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত আছে। শেষ পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকব।”

Manual2 Ad Code