১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাকরি বিধিমালা বাস্তবায়নে আশ্বাস, আন্দোলন স্থগিত; রাত থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিক

admin
প্রকাশিত ১২ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২২:১৪:১৭
চাকরি বিধিমালা বাস্তবায়নে আশ্বাস, আন্দোলন স্থগিত; রাত থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Manual2 Ad Code

চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পর শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আন্দোলন স্থগিত ঘোষণা করেন তাঁরা। এর মধ্যেই রাত থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

ডিএমটিসিএল সূত্র রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে।

Manual2 Ad Code

এমআরটি লাইন-৬–এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

Manual7 Ad Code

এর আগে আন্দোলনরত এক কর্মকর্তা বলেন, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশ্বাস দিয়েছেন যে আগামী ১৮ ডিসেম্বর বোর্ড সভায় চাকরি বিধিমালা অনুমোদন করা হবে। এই আশ্বাস পাওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে।

সাধারণত ছুটির দিনে মেট্রোরেল বেলা ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে। তবে কর্মবিরতির কারণে বেলা ৩টা থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে রাত ৮টা ১৫ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

Manual5 Ad Code