ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভরাডুবির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে সংগঠনের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বাগছাস চবি শাখার সদস্যসচিব আল মাশনূন জানান, সংগঠন রাজনৈতিকভাবে অংশ নেবে না, তবে ইচ্ছুকরা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।
চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ। প্রার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে সময় বাড়ানো হয়। গত দুই দিনে ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন, এর মধ্যে ভিপি পদে আটজন, জিএস পদে দুজন ও এজিএস পদে দুজন রয়েছেন।