১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাপাতি দিয়ে মোবাইল-মানিব্যাগ ছিনতাই, মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার যুবক

admin
প্রকাশিত ০৭ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২২:৫৯:০৯
চাপাতি দিয়ে মোবাইল-মানিব্যাগ ছিনতাই, মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার যুবক

Manual4 Ad Code

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় দিনের বেলায় চাপাতি হাতে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রোমান মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীদের এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টা ৪৬ মিনিটে ফিউচার হাউজিং এলাকার ৪০ ফুট সড়কে এক তরুণের দিকে অটোরিকশা থেকে নেমে আসে দুজন। তারা চাপাতির ভয় দেখিয়ে তরুণের ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ জানান, ভুক্তভোগী একজন শিক্ষার্থী। তিনি মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতির জন্য বছিলায় কোচিংয়ে আসেন। কোচিং শেষে পার্সেল নিতে দাঁড়ানো অবস্থায় তিনি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার রোমানকে আদালতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code