১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চার সেঞ্চুরিতে রঙিন এনসিএলের প্রথম দিন

admin
প্রকাশিত ২৫ অক্টোবর, শনিবার, ২০২৫ ১৮:৩৪:৫৮
চার সেঞ্চুরিতে রঙিন এনসিএলের প্রথম দিন

Manual7 Ad Code

আজ শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন আসর। প্রথম দিনেই চারটি সেঞ্চুরি উপহার দিয়েছেন ব্যাটাররা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন মাহমুদুল হাসান জয়, আরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মার্শাল আইয়ুব।

Manual3 Ad Code

প্রথমবারের মতো এনসিএলে দল পেয়েছে ময়মনসিংহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮ রান। ময়মনসিংহের হয়ে আরিফুল ইসলাম খেলেছেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর সহযাত্রী আব্দুল মজিদ করেন ৬৫ এবং তাহজিবুল ইসলাম ৪৩ রান।

অন্যদিকে, সিলেট একাডেমি গ্রাউন্ডে ঢাকা ২২১ রানে অলআউট হয়। মার্শাল আইয়ুব একাই করেন ১০৫ রান, জিসান আলম যোগ করেন ৭১। জবাবে রংপুর দিন শেষে ৬৫ রানে ২ উইকেট হারিয়ে খেলা শেষ করে।

Manual7 Ad Code

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক খুলনা প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান তুলেছে। শেখ জীবন ৭২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট শুরু করবেন। জিয়াউর রহমান করেন ৬৯, সৌম্য সরকার ৩৭ ও ইমরানুজ্জামান ৪৩ রান যোগ করেন।

Manual2 Ad Code

দিনের সবচেয়ে বড় সংগ্রহ এসেছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। চট্টগ্রাম আগে ব্যাট করে ৪০১ রানে অলআউট হয়। ইয়াসির আলী রাব্বি করেন ১২৯ এবং মাহমুদুল হাসান জয় খেলেন ১২৭ রানের ইনিংস। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৭২ রান। জবাবে রাজশাহী মাত্র ১ রানেই ২ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে।