১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চা-বাগানে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার

admin
প্রকাশিত ০৬ আগস্ট, বুধবার, ২০২৫ ২২:৩৫:৪৮
চা-বাগানে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার

Manual8 Ad Code

গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, মৃত বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়ের ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায় এবং বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

Manual1 Ad Code

মঙ্গলবার (৫ আগস্ট) ও বুধবার (৬ আগস্ট) সিলেটের মধ্য জাফলং এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

 

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বলেন, ‘নিহতের বাবা হরমুজ আলীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীসহ ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে। আসামীদের বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের গোয়াইনঘাট আমলী আদালতে তোলা হয়েছে। তখন আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। এই ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Manual6 Ad Code

 

 

Manual6 Ad Code

জানা যায়, সোমবার রাতে জাফলং চা-বাগানে ইমাম উদ্দিনকে আটক করে একদল লোক মারধর করে। পরিবারের অভিযোগ, মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার সকালে চা-বাগানের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় এ মামলা করেন। দায়ের করা মামলায় জাফলং চা-বাগান এলাকার কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয় এবং সর্বশেষ বুধবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে আরোও ৩ জনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।