১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

admin
প্রকাশিত ০২ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:০৭:২২
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

Manual3 Ad Code

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্ত থেকে বদর উদ্দিন (২৩) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে শূন্যরেখা থেকে তাকে নিয়ে যাওয়া হয়।

বদর উদ্দিন উপজেলার বেনিপুর গ্রামের আবদুল করিমের ছেলে। স্থানীয় এক কৃষক জানান, ভারতের লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করেছে।

Manual4 Ad Code

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) বলেন, “অসমর্থিত সূত্রে জেনেছি বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”

Manual7 Ad Code

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেনিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শরাফাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

তবে বদর উদ্দিনের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও জানা যায়নি।

Manual3 Ad Code