সিলেট ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
জৈন্তাপুরে চোরাইপণ্য ও চোরচক্রের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা দেড় টন চুঁইঝাল, একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ। এই অভিযানের সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার লুনি গ্রামের রেজাউল করিম, বরিশালের মুলাদী থানার সিয়াম মুন্সি, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার জিলানী এবং কুমিল্লার হোমনা উপজেলার ফাহিম। এদের সবার বয়স ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব চুঁইঝাল চোরাই পথে ভারত থেকে এনে যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মাহুতহাঁটি সংলগ্ন তামাবিল মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সদস্যরা বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ঢাকামেট্রো-ন-১৩-২০৯৭ নম্বরের একটি নীল রঙের ট্রাকে ১ হাজার ৫শ’ কেজি চুঁইঝাল জব্দ করে। যা চোরাইপথে ভারত থেকে আনা হয়েছিল। এসময় ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ‘চুঁইঝাল পাচারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অটোরিকশা চুরির ঘটনায় মালিকের দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, আরেকটি অভিযানে সিএনজি চালিত অটোরিকশা চুরির সময় চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশ।
জানা যায়, বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম রামপ্রসাদ গ্রামে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনতা আটক করে। তার বয়স প্রায় ৩০ বছর। পরবর্তীতে জৈন্তাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জাহাঙ্গীর আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির বিষয়টি স্বীকার করে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD