চ্যাম্পিয়নস ট্রফির দরজা খোলেনি লিটন দাসের জন্য

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির দরজা খোলেনি লিটন দাসের জন্য

রান পাচ্ছেন না, রান পাচ্ছেন না। সর্বশেষ সাত ওয়ানডেতে এক অঙ্ক। চলমান বিপিএলেও প্রথম চার ম্যাচে রান না পাওয়ার পর বাদ পড়েছিলেন পরের ম্যাচ থেকে। তামিম ইকবালের অবসর ঘোষণা করার পরও তাই চ্যাম্পিয়নস ট্রফির দরজা খোলেনি লিটন দাসের জন্য। আলোচনায় থেকেও শেষ মুহূর্তে কাটা পড়েছে তাঁর নাম।

 

মিরপুরে আজ দুপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানালেন, তাঁদের চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন নেই এবং ঠিক আজ সন্ধ্যায়ই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিটন যেন আফসোসের সমুদ্রে ছুড়ে ফেললেন পুরো নির্বাচক কমিটিকেই। এই লিটন দলে নেই!

সর্বশেষ নিউজ