১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ০২ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১১:০৪:৩১
ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের জাহিদপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফাঁড়ির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” – এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আব্দুল কাদের। তিনি বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে পারলেই অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব।” তিনি জনসাধারণকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে বিট পুলিশিং সমাবেশ আয়োজনের মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ, এসআই মঞ্জুর, এএসআই সাইফুল, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ—ওবায়দুল হক শাহিন, মতিউর রহমান রুহেল, ফয়জুর রহমান, হাফিজুর রহমান, মুশফিকুর রহমান, ছাদিকুর রহমান ছাদিক, মোহাম্মদ মানিক মিয়া, ওসমান, কিবরিয়া, জাবেদ আহমেদ, রাহাত আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সভায় সভাপতিত্ব করেন দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম এবং সঞ্চালনা করেন বিট পুলিশ সদস্য সওয়ার।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিট পুলিশিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code