১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২২:১১:৪৭
ছাতকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ), ৩ অক্টোবর — যুক্তরাজ্যের ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ ও “আবুল স্পাইস” এর সিইও শিল্পপতি আবুল হোসাইনের উদ্যোগে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশন ইউকের সহযোগিতায় ছাতক উপজেলার কালারুকা শাহ সুফি মুজাম্মিল আলী মাদ্রাসা মাঠে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

Manual7 Ad Code

আগামীকাল শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ ক্যাম্প। এতে যুক্তরাজ্য ও ইউরোপের একদল বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।

অংশগ্রহণকারী চিকিৎসকরা

মেডিকেল ক্যাম্পে বিদেশি চিকিৎসকদের মধ্যে থাকছেন—

  • ডাঃ পাওলো মিলেলা

  • ডাঃ সাইমন কনটে

    Manual8 Ad Code

  • ডাঃ গুইডো গ্যালমোজ্জি

    Manual6 Ad Code

  • অধ্যাপক ডাঃ ম্যাথিয়স কোয়েপ

    Manual5 Ad Code

  • ডাঃ মুনতাহা নাঈম

আয়োজকের বক্তব্য

শিল্পপতি আবুল হোসাইন বলেন, “সুস্থতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাই আমার প্রিয় এলাকাবাসীর দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছি। আশা করি, এলাকার মানুষ উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প সফল করবেন।”