১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার

admin
প্রকাশিত ২৩ আগস্ট, শনিবার, ২০২৫ ২১:২৯:৫৬
ছাতকে  যৌথ  বাহিনীর  অভিযানে  বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার

Manual3 Ad Code

ফকির হাসান : ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত উপজেলার আলাপুর গ্রামের একটি বাড়িতে হামলা,ভাংচুরও লুটপাটের অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ছাতক থানার একটি মামলায় (নং ২১,তারিখ ২৩.০৮.২৫ ইং) আসামীদের গ্রেফতার দেখানো হয়েছে।

 

Manual5 Ad Code

 

 

 

 

গ্রেফতারকৃতরা হলেন,গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের আলাপুর গ্রামের করম আলীর পুত্র আমির আলী (৩৫),ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মৃতঃ নুরুল ইসলামের পুত্র হাসান আহমদ (২৪),শিবনগর গ্রামের মৃত নুর আলীর পুত্র রুহিতুল ইসলাম নাহিদ (১৮),গোবিন্দগঞ্জ- সৈদেরগাও ইউনিয়নের তকিপুর গ্রামের রইছ আলীর পুত্র আব্দুল্লাহ (১৮), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মতিউর রহমানের সাইদুর রহমান (২০),গোবিন্দগঞ্জ- সৈদেরগাও ইউনিয়নের তকিপুর গ্রামের আশরাফ আলীর পুত্র(গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক) সিফাতুল ইসলাম ইমন(১৮),ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের ফজর আলীর পুত্র কবির আহমদ (২০), ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া কমর আলীর পুত্র (গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক) মাসুম আহমদ (১৮),ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নোয়াগাও জগন্নাথপুর গ্রামের হাসান আলীর পুত্র রুহুল আমিন (২১) গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামের আতিক মিয়ার পুত্র নাইমুর রহমান (২২), ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের সালামতআলীর পুত্র সালামিন আহমদ (১৮),রাধানগর গ্রামের পেশকার আলীর পুত্র লাহিন মিয়া (১৯), তেঘরি নোয়াগাও গ্রামের এরশাদ আলীর পুত্র জয়নাল আবেদীন (১৮),গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের নাছির আহমদ এর পুত্র কামরান আহমদ (২২)। দিঘলী ভেরাজপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র,রেদওয়ান হোসেন প্রকাশ রেদওয়ান আহমদ (২৩)।

 

 

Manual3 Ad Code

 

 

 

Manual5 Ad Code

 

 

স্থানীয় একাধিক লোক জানিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থল থেকে রাতে তাদেরকে গ্রেফতার করেন। ছাতক থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই সাদেক আহমেদ এসআই রাহিম মিয়া , এসআই মোফাখখারুল ইসলাম,এসআই মঞ্জুরুল,এসআই বিন আমিন,এএসআই,সাহাব উদ্দিন,এএসআই মহি উদ্দিন, এএসআই তোহা সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষনিক এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পৃথক মামলায় (নং-২২(৫)২০২৫) মামলার আসামী নং-২০(৮)২৫,এর আসামী শ্রী সুবাস দাস (১৯), ও জাহাঙ্গীর আলম রফিক(৩১),ও লালন মিয়া (৩৮)কে পুলিশ গ্রেফতার করেছে।

Manual7 Ad Code