সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
ছাতকে সাংবাদিককের বিরুদ্ধে ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস থানায় জিডি
ফকির হাসান :: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক কর্মী জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি উজ্জীবক সুজন তালুকদার কে নিয়ে গত ১ নভেম্বর রাতে মীর আমান মিয়া নোমান ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাবীদার সাংবাদিক আনোয়ার হোসেন রনি ফেইসবুকে মিথ্যা মানহানিকর স্ট্যাটাস দিয়ে এবং স্ট্যাটাস শেয়ার করে তার সন্মানহানি ঘটিয়েছেন।
যারা এসব অপপ্রচার করতে গিয়ে লিখেছেন সেনা বাহিনীর অভিযান সফল গাজা সহ ৩ জন আটক। এখানে ছাতক অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ উজ্জীবক সুজন তালুকদারের নাম ছবি ও ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করেছেন সাংবাদিক নামধারীরা।উদ্দেশ্য প্রণোদিত ভাবে শুধুমাত্র মানহানি ঘটানোর জন্য তারা এসব কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
সাংবাদিক দাবীদার রনি ও আমান এভাবে আরো লোকজনকে মিথ্যা ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে অপমান অপদস্থ করেছে।
সুজন তালুকদারের ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তোলপাড় সৃষ্টি হলে অনেকেই বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন এমনকি সমাধানের চেষ্টা কারীদের কাছে বড় সাংবাদিক পরিচয় দিয়ে সুজন তালুকদারকে হুমকি-দামকি ও দিয়েছেন আনোয়ার হোসেন রনি। নিজের ও পরিবারের লোকজনের নিরাপত্তার জন্য গত ২৫ নভেম্বর রাতে ছাতক থানায় হাজির হয়ে জিডি করেছেন সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার।
জিডি নং ( ১৪৮৮) জিডির ভিত্তিতে এসআই আব্দুল ছত্তারকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে উজ্জীবক সুজন তালুকদার কে নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।অপরদিকে ন্যায় বিচারের দাবীতে প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন বলে জানান, উজ্জীবক সুজন তালুকদার।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD