ফকির হাসান, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান–এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সজল আবেগ ও গভীর শ্রদ্ধার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক ও দোয়ারা থানার সার্কেল শেখ মোঃ মোরসালিন, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল। উপস্থিত ছিলেন ছাতক থানা, জাহিদপুর ও জাউয়াবাজার তদন্ত কেন্দ্র এবং ছাতক নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সকল পুলিশ অফিসার ও ফোর্স। ছাতক উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ওসি শফিকুল ইসলাম খান দায়িত্বকালীন সময়ে ছাতক থানায় সেবামুখী পুলিশিং প্রতিষ্ঠা এবং থানার পরিবেশ ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। থানার সৌন্দর্যবর্ধন, রঙ ও লাইটিং আধুনিকায়ন, আঙ্গিনা ও ছাদের পরিচ্ছন্নতা এবং মসজিদ সম্প্রসারণের মতো উদ্যোগ সকলের প্রশংসা অর্জন করে।
তিনি সহকর্মী পুলিশ সদস্যদের সঙ্গে ছিলেন আন্তরিক ও মানবিক, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন এবং সাধারণ মানুষের সঙ্গে তার শিষ্টাচারপূর্ণ আচরণ ও আইনি সহায়তা প্রদানের আন্তরিকতা ছাতকবাসীর মধ্যে আস্থা ও সন্তুষ্টি তৈরি করেছে।
বদলির কারণে তিনি কোম্পানীগঞ্জ থানা, সিলেট–এ যোগদানের জন্য যাচ্ছেন। বিদায়ী অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং উপস্থিতরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্থতা কামনা করেন।