সিলেট ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫
কমলগঞ্জ উপজেলায় জিন ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে। তিনি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান তারা। গিয়ে দেখেন, রাফির রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন। পরিবারের সদস্যদের ধারণা রাফিকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, তবে এখনও হত্যার কারণ জানা যায়নি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD