১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতার গলা কাটা মরদেহ উদ্ধা র

admin
প্রকাশিত ০৯ আগস্ট, শনিবার, ২০২৫ ১৮:০১:১৪
ছাত্রদল নেতার গলা কাটা মরদেহ উদ্ধা র

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলায় জিন ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

নিহত রাফি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে। তিনি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

 

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

 

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান তারা। গিয়ে দেখেন, রাফির রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন। পরিবারের সদস্যদের ধারণা রাফিকে হত্যা করা হয়েছে।

 

 

 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি, তবে এখনও হত্যার কারণ জানা যায়নি।