সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সদস্যদের ভোটে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইউসুব আলী।
আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ বিশ্ববিদ্যালয়ের পাশে একটি মিলনায়তনে সদস্য সমাবেশে নির্বাচন হয়। সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি ঘোষণা করেন এবং সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করে নাম ঘোষণা করেন।
এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। সে জন্য তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD