সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এনামুল হাসান ওরফে সাকিব (২৪) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (গতকাল) রাতে শহরের চৌধুরী বাজারের কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সেনাবাহিনীর একটি দল।
গ্রেপ্তার হওয়া এনামুল সদর উপজেলার উমেদনগর গ্রামের বাসিন্দা। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অভিযোগের ভিত্তিতে তাঁকে সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, এনামুল হাসান সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন। এ ঘটনায় মাহাদী বাদী হয়ে গত ১১ মে সদর থানায় একটি মামলা করেন, যাতে এনামুল প্রধান আসামি হিসেবে নাম উঠে আসে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, এনামুল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদাবাজি ও অন্যান্য অনিয়মের অভিযোগও রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় তাঁকে আটক করা সম্ভব হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD