কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী জসিম উদ্দিনকে ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুমিল্লার গাবতলির নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
জসিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার প্লাম্বার ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, তাঁকে বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জসিম উদ্দিন ৮৪ নম্বর আসামি।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, তাঁকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।