২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে ঘিরে হঠাৎ উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

admin
প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ০০:৪০:৫৩
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে ঘিরে হঠাৎ উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

Manual5 Ad Code

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে ঘিরে গত বুধবার রাতে হঠাৎ উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। ওই রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি। আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদনে’।

Manual6 Ad Code

এ ছাড়া খুলনা নগরীর ‘শেখ বাড়ি’সহ সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের (এমপি) বাড়িও বিক্ষুব্ধ ছাত্র-জনতা গুঁড়িয়ে দিয়েছে। এ তালিকায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িও রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙা হয়েছে শেখ মুজিবের অর্ধশতাধিক ম্যুরাল। ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের অন্তত ১৫টি কার্যালয়।

কাদের-সাধনের বাড়ি ভাঙচুর-আগুন

Manual6 Ad Code

কিশোরগঞ্জ শহরে গতকাল রাত ৯টার দিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। এর আগে বেলা ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর চালায় ছাত্র-জনতা। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ দিন বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা। আগুনে চারতলা বাসার অধিকাংশ কক্ষ পুড়ে গেছে। এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবন ‘প্রিয় কুটির’ পুড়িয়ে দেওয়া হয়। গতকাল সকালে ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসভবনসহ তাঁর স্ত্রীর নামে প্রতিষ্ঠিত বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে কুষ্টিয়ায় এক্সকাভেটর দিয়ে ভাঙা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ির একটি অংশ। গতকাল সন্ধ্যায় নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পিরোজপুরে সাবেক এমপি এ কে এম এ আউয়ালের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের (শিমুল) ‘জান্নাতি প্যালেস’।

কুমিল্লায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ঢাকার আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে বুধবার গভীর রাতে হামলা চালিয়েছে মুখোশধারীরা। এ সময় অর্ধশতাধিক হামলাকারী বাড়িতে প্রবেশ করে চারটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেলসহ বাড়িতে ভাঙচুর চালায়।

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সাবেক চিফ হুইপ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা আবুল হাসানাত আবদুল্লাহর বাড়ি। লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকেল থেকে শহরের তমিজ মার্কেট এলাকায় পিংকি প্লাজায় অবস্থান নিয়ে হামলা ও ভাঙচুর চালায় ছাত্র-জনতা। পরে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে তিতাখাঁ মসজিদসংলগ্ন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাড়িতেও হামলা চালানো হয়। কিছুক্ষণ পর লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজর সামনে অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুরউদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

Manual3 Ad Code

এর আগে খুলনার আলোচিত ‘শেখবাড়িসহ’ বেশ কয়েকটি স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। এই বাড়ি থেকেই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন।

অভিনেত্রী শাওনের বাড়িতে আগুন

জামালপুরের নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল সন্ধ্যার দিকে সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুর অর্ধশতাধিক ম্যুরাল ভাঙচুর

বিক্ষুব্ধ ছাত্র-জনতা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে শেখ মুজিবের অর্ধশতাধিক ম্যুরাল। খুলনা বিশ্ববিদ্যালয়ে ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ঝিনাইদহে দুটি ম্যুরাল ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা পরিষদ চত্বর এবং সদরের ত্রিমোহনী বাজার এলাকায় জেলা শহরের প্রবেশদ্বারের ম্যুরাল হাতুড়ি ও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণেও দুপুরে ম্যুরাল ভাঙচুর করা হয়। এর আগে সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা সাবরেজিস্ট্রি অফিসসংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দেয় ছাত্র-জনতা।

Manual7 Ad Code

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে বঙ্গবন্ধুর তিনটি প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে। সাতক্ষীরা জেলা শহরের তিন স্থানে ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা শহরে শেখ মুজিব ও বেগম ফজিলাতুন নেছা মুজিবের চারটি ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

যশোরে সাতটি ও পটুয়াখালীতে দুটি ম্যুরাল ভাঙচুর করেছে শিক্ষার্থী ও জনতা। বুধবার মধ্যরাত থেকে গতকাল দিনব্যাপী এসব ভাঙচুরের ঘটনা ঘটে।

নেমপ্লেট গুঁড়িয়ে দিতে গিয়ে আহত এক

বুধবার রাতে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সামনে ফজিলাতুন নেছা মুজিবের নামফলক গুঁড়িয়ে দিতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বঙ্গমাতা হল প্রভোস্ট ড. হাবিবা সুলতানার বাধার মুখে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে প্রভোস্টের আশ্বাসে শিক্ষার্থীরা চলে যান। এর আগে লম্বা মই দিয়ে উঠে নামফলক ভাঙতে গিয়ে প্রায় ২৫ ফুট উঁচু থেকে পড়ে আহত হন চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনি। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর

নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়। পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এ ছাড়া মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় দ্বিতীয়বারের মতো ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়। গতকাল বেলা ৩টার দিকে মিছিল নিয়ে ছাত্ররা এসে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে।

আ.লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা

বুধবার রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় ছাত্র-জনতা। পরে কার্যালয়ের ভাঙা দেয়ালের সামনের অংশে লাল রং দিয়ে বড় করে লেখা হয় ‘পাবলিক টয়লেট’। এ ছাড়া আওয়ামী লীগ কার্যালয়টি যেখানে অবস্থিত, সেই স্থানটিকে ‘পাবলিক টয়লেটের মোড়’ নাম দেওয়া হয়।