১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জকসু নির্বাচনে ওএমআর মেশিনে ত্রুটি

admin
প্রকাশিত ০৬ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৬ ২২:০৪:২১
জকসু নির্বাচনে ওএমআর মেশিনে ত্রুটি

Manual2 Ad Code

ভোট গণনা স্থগিত, উৎকণ্ঠায় প্রার্থী ও সমর্থকেরা

ঢাকা, ৭ জানুয়ারি — জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা বন্ধ রয়েছে।

Manual6 Ad Code

আজ মঙ্গলবার বেলা ৩টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ওএমআর মেশিনে ত্রুটির বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়। এর ফলে নির্ধারিত সময় অনুযায়ী গণনা শুরু হলেও কারিগরি সমস্যার কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন,
‘ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। যেকোনো অবস্থায় স্বচ্ছতা বজায় রেখেই ফল প্রকাশ করা হবে।’

Manual3 Ad Code

উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রার্থীদের নিয়ে বোর্ড রুমে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

ভোট গণনায় বিলম্ব হওয়ায় কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা দেখা যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Manual1 Ad Code