জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর  মৃত্যু

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইকরা রহমান (৭) নামে এক শিশু শিক্ষার্থী। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে কালিগঞ্জ বাজারের পশ্চিম পাশে, গ্রামীণ ব্যাংকের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এই দুঃখজনক ঘটনা ঘটে।

 

 

ইকরা রহমান জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের বাসিন্দা প্রবাসী হাবিবুর রহমান হাবিবের কন্যা। সে কালিগঞ্জ বাজারে অবস্থিত সীমান্তিক স্কুলে নার্সারি শ্রেণিতে পড়াশোনা করত।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ১০ আসনের টেম্পু কালিগঞ্জ থেকে আটগ্রামের দিকে যাচ্ছিল। এসময় ইকরা হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসে এবং গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাজারে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সিলেট শহরে নেওয়ার পথে, চারখাই এলাকায় পৌঁছেই সে মারা যায়।

 

 

 

 

 

 

স্থানীয় কয়েকজন জানান, এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার দাফনের প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার জন্য কাউকে দোষারোপ করেনি।

এ বিষয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো থানায় আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ