জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী আর নেই

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী আর নেই

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা বনশ্রী (৫৫) আর নেই। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

সন্ধ্যায় জানাজা শেষে মাদারীপুরের শিবচর উপজেলার কুমেরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনশ্রীর ভগ্নিপতি আবুল বাশার।

১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। ইলিয়াস কাঞ্চন, মান্না, আমিন খান ও রুবেলের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তবে অল্প সময়েই চলচ্চিত্র থেকে আড়ালে চলে যান।

শেষ জীবনে অভাব-অনটনে দিন কাটছিল বনশ্রীর। শিবচরের একটি গুচ্ছগ্রামে ছোট ঘরে থাকতেন তিনি। সমাজসেবা অফিস থেকে অনুদান পেলেও জীবনের শেষ সময়ে যথাযথ সহযোগিতা পাননি বলে জানা গেছে।

বনশ্রীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ নিউজ