১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী আর নেই

admin
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২০:৪৬:৪৩
জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী আর নেই

Manual4 Ad Code

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা বনশ্রী (৫৫) আর নেই। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

সন্ধ্যায় জানাজা শেষে মাদারীপুরের শিবচর উপজেলার কুমেরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনশ্রীর ভগ্নিপতি আবুল বাশার।

১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। ইলিয়াস কাঞ্চন, মান্না, আমিন খান ও রুবেলের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তবে অল্প সময়েই চলচ্চিত্র থেকে আড়ালে চলে যান।

Manual2 Ad Code

শেষ জীবনে অভাব-অনটনে দিন কাটছিল বনশ্রীর। শিবচরের একটি গুচ্ছগ্রামে ছোট ঘরে থাকতেন তিনি। সমাজসেবা অফিস থেকে অনুদান পেলেও জীবনের শেষ সময়ে যথাযথ সহযোগিতা পাননি বলে জানা গেছে।

Manual4 Ad Code

বনশ্রীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

Manual2 Ad Code