১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪

admin
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ২৩:১৬:৫৪
জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪

Manual3 Ad Code

জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর অন্তত এক সৈন্য নিহত হয়েছেন। পৃথক সংর্ঘষের এই ঘটনায় ৩ সন্দেহভাজন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন।

শনিবার ( ১২ এপ্রিল) ভারতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

ভারতের সেনাবাহিনী বলেছেন, বিতর্কিত অঞ্চলের দক্ষিণের কিশতোয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ভারতীয় সৈন্যরা গুলি চালিয়ে তিন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাকে হত্যা করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেবিএস রাঠি বলেন, বন্দুকযুদ্ধে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

 

Manual1 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট কর্পস বলেছে, সংঘর্ষ স্থল থেকে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে, শুক্রবার গভীর রাতে জম্মু-কাশ্মিরের সুন্দরবানী জেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ভারত-পাকিস্তানের ডি-ফ্যাক্টো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লাগোয়া এলাকায় সংঘর্ষে ওই সৈন্য নিহত হয়েছেন।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকে ৭৫ বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মিরের পূর্ণ মালিকানা দাবি করে। হিমালয় ঘেঁষা এই অঞ্চলের নিয়ন্ত্রণের নিয়ে অতীতে অন্তত তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি।

Manual2 Ad Code

সূত্র: এএফপি