
কুলাউড়া (মৌলভীবাজার): বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা জয়চণ্ডি ইউনিয়ন শাখার পুর্নগঠন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। পুর্নগঠন কমিটিতে মোট ২২ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে ক্বারি নামর আলি কে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মহিউদ্দিন শিপু।
সহ–সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা নজরুল ইসলাম। নির্বাহী সভাপতি করা হয়েছে মাওলানা ইকবাল আহমদকে।
এ ছাড়া সহ–সাধারণ সম্পাদক হয়েছেন মাঃ আতাউর, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন এবং সহ–সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাফেজ জামিল আহমদ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আরিয়ান মাহমুদ এবং অর্থ সম্পাদক হয়েছেন হাফেজ আশিকুর রহমান।
সমাজকল্যাণ, দফতর, প্রকাশনা ও অন্যান্য বিভাগীয় পদেও নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির উপদেষ্টা করা হয়েছে কুলাউড়া গ্রামের জনাব বাদশাহ মিয়াকে।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো—
সভাপতি: ক্বারি নামর আলি
সহ–সভাপতি: মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক: মহিউদ্দিন শিপু
সহ–সাধারণ সম্পাদক: মাঃ আতাউর
সাংগঠনিক সম্পাদক: মনির উদ্দিন
সহ–সাংগঠনিক সম্পাদক: হাঃ জামিল আহমদ
অর্থ সম্পাদক: হাঃ আশিকুর রহমান
প্রচার সম্পাদক: হাঃ আরিয়ান মাহমুদ
নির্বাহী সদস্য: মাওঃ ইকবাল আহমদ
দফতর সম্পাদক: হাঃ মাসুদ আহমদ
সমাজকল্যাণ সম্পাদক: বদরুল ইসলাম
উপদেষ্টা: জনাব বাদশাহ মিয়া
এবং আরও কয়েকজন সদস্য…
নতুন নেতৃত্ব জানান, “খেলাফতের পক্ষে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। সমাজ সংস্কার, দ্বীনি কার্যক্রম ও সামাজিক সহায়তায় ইউনিয়ন শাখা আরও সক্রিয় ভূমিকা পালন করবে।”
সভাপতি ক্বারি নামর আলি ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিপু নবনির্বাচিত কমিটির প্রতি সকলের সহযোগিতা কামনা করেছেন।