নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি, ২০২৬
জরায়ুমুখ ক্যানসার নির্মূল করতে হলে টিকা প্রদান, নিয়মিত পরীক্ষা (স্ক্রিনিং) এবং দ্রুত চিকিৎসার সমন্বিত বাস্তবায়ন জরুরি বলে মত দিয়েছেন দেশের শীর্ষ ক্যানসার বিশেষজ্ঞরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা জানান, এইচপিভি টিকাদানে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করলেও রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসার জন্য রোগীদের দীর্ঘ অপেক্ষা এখন বড় চ্যালেঞ্জ।
জানুয়ারি মাস জরায়ুমুখ ক্যানসার সচেতনতা মাস এবং গতকাল ছিল দেশে বেসরকারিভাবে পালিত ‘জরায়ুমুখ ক্যানসার সচেতনতা দিবস’। এ উপলক্ষে ‘মার্চ ফর মাদার’ মোর্চার আয়োজনে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ এই সভার আয়োজন করে।
বিশেষজ্ঞ মতামতের মূল দিকগুলো:
১. রেডিওথেরাপিতে দীর্ঘ অপেক্ষা অগ্রহণযোগ্য: সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, টিকাদান কর্মসূচিতে সরকারের সাফল্য প্রশংসনীয় হলেও চিকিৎসার ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। বিশেষ করে বিকিরণ চিকিৎসার জন্য রোগীদের এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
২. ৭০ শতাংশ রোগীর জন্য রেডিওথেরাপি জরুরি: গাইনিকোলজিক্যাল অনকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সাবেরা খাতুন জানান, আক্রান্ত ১০০ জন রোগীর মধ্যে মাত্র ৩০ জনের অস্ত্রোপচার সম্ভব হয়। বাকি ৭০ শতাংশের জন্যই রেডিওথেরাপি অপরিহার্য। দেশে এই সেবার সক্ষমতা বাড়াতে সরকারের কাছে জোরালো দাবি জানান তিনি।
৩. রেড ক্রিসেন্টের নতুন উদ্যোগ: অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার জানান, দেশের ৬৮টি শাখায় পর্যায়ক্রমে ক্যানসার সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হবে।
ঝুঁকি বৃদ্ধির কারণ ও প্রতিরোধ:
আলোচনায় বক্তারা জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি বাড়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেন:
-
বাল্যবিবাহ এবং বেশিসংখ্যক ও ঘন ঘন সন্তান ধারণ।
-
ব্যক্তিগত অপরিচ্ছন্নতা ও অপুষ্টি।
-
সচেতনতার অভাব ও সময়মতো স্ক্রিনিং না করা।
‘জননীর জন্য পদযাত্রা’:
আলোচনা সভা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মগবাজার চৌরাস্তা পর্যন্ত ‘জননীর জন্য পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। এতে ক্যানসার সচেতনতা বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়। পদযাত্রায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্যানসার হাসপাতালের প্রতিনিধিরা অংশ নেন।
১১ জানুয়ারি, ২০২৬-এর প্রধান সংবাদের সংক্ষেপ (Update):
-
স্বাস্থ্য: জরায়ুমুখ ক্যানসার নির্মূলে রেডিওথেরাপি সেবা বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের।
-
নির্বাচন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের বক্তব্য—গোলাপি ব্যালট হবে গণভোটের জন্য, যেখানে ‘টিক’ চিহ্নই হবে প্রধান মার্কা।
-
কূটনীতি: ইইউ প্রতিনিধিদলের সাথে বৈঠকে নির্বাচন ও গণভোট নিয়ে ইতিবাচক আলোচনা।
-
দুর্ঘটনা: ময়মনসিংহ ও নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
-
আইটি: .bd ডোমেইনে বিটিসিএল-এর বিশেষ মূল্যছাড়।