১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জরিপের ভিত্তিতে নির্বাচনী পূর্বাভাস ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: ইসলামী আন্দোলন বাংলাদেশ

admin
প্রকাশিত ০৯ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২২:১০:৫০
জরিপের ভিত্তিতে নির্বাচনী পূর্বাভাস ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: ইসলামী আন্দোলন বাংলাদেশ

Manual2 Ad Code

সীমিত সংখ্যক মানুষের মতামতের ওপর ভিত্তি করে আগাম নির্বাচনী পূর্বাভাস দেওয়াকে “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিবৃত্তিক অপপ্রয়াস” হিসেবে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এ প্রতিক্রিয়া জানান।

অতিরিক্ত স্বল্প নমুনায় পূর্বাভাস বিভ্রান্তিকর—ইসলামী আন্দোলন

গাজী আতাউর রহমান বলেন, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সেখানে মাত্র ১,৩৪২ জনের মতামত নিয়ে

  • কে প্রধানমন্ত্রী হবেন,

  • কে বেশি আসন পেতে পারে,

  • কোন দল জয়ী হলে দেশের জন্য ভালো—
    এসব বিষয়ে পূর্বাভাস দেওয়া অযৌক্তিক ও বিভ্রান্তিকর

তিনি অভিযোগ করেন, এত অল্প নমুনা দিয়ে বিপুলসংখ্যক ভোটারের চিন্তাধারা বোঝা সম্ভব নয়। এরপরও দেশের একটি শীর্ষ দৈনিক এই জরিপকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে, যা নির্বাচনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

Manual8 Ad Code

‘পুরোনো বন্দোবস্তের পক্ষে জনমত দেখানো হয়েছে’

ইসলামী আন্দোলনের নেতার দাবি,
“ইসলামপন্থীদের প্রতি মানুষের আস্থা বেড়েছে, চাঁদাবাজদের প্রতি অনীহা বৃদ্ধি পেয়েছে। কিন্তু জরিপটি পুরোনো শক্তি ও বন্দোবস্তের পক্ষেই জনমত আছে বলে দেখাতে চেয়েছে।”
তিনি এটিকে জনমতকে ভিন্নপথে পরিচালনার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

Manual8 Ad Code

তথ্যের ভুল উপস্থাপনের নিন্দা

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন সামনে রেখে—

Manual2 Ad Code

  • তথ্যের ভুল উপস্থাপন,

  • অপতথ্য তৈরি ও প্রচার
    —এসবের তীব্র নিন্দা জানায়। এবং গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রচারের আহ্বান জানায়।

    Manual5 Ad Code