সীমিত সংখ্যক মানুষের মতামতের ওপর ভিত্তি করে আগাম নির্বাচনী পূর্বাভাস দেওয়াকে “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিবৃত্তিক অপপ্রয়াস” হিসেবে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এ প্রতিক্রিয়া জানান।
অতিরিক্ত স্বল্প নমুনায় পূর্বাভাস বিভ্রান্তিকর—ইসলামী আন্দোলন
গাজী আতাউর রহমান বলেন, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সেখানে মাত্র ১,৩৪২ জনের মতামত নিয়ে
তিনি অভিযোগ করেন, এত অল্প নমুনা দিয়ে বিপুলসংখ্যক ভোটারের চিন্তাধারা বোঝা সম্ভব নয়। এরপরও দেশের একটি শীর্ষ দৈনিক এই জরিপকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে, যা নির্বাচনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
‘পুরোনো বন্দোবস্তের পক্ষে জনমত দেখানো হয়েছে’
ইসলামী আন্দোলনের নেতার দাবি,
“ইসলামপন্থীদের প্রতি মানুষের আস্থা বেড়েছে, চাঁদাবাজদের প্রতি অনীহা বৃদ্ধি পেয়েছে। কিন্তু জরিপটি পুরোনো শক্তি ও বন্দোবস্তের পক্ষেই জনমত আছে বলে দেখাতে চেয়েছে।”
তিনি এটিকে জনমতকে ভিন্নপথে পরিচালনার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তথ্যের ভুল উপস্থাপনের নিন্দা
ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন সামনে রেখে—