১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

admin
প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:১৬:৩৫
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Manual3 Ad Code

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের সফরে তাঁর সঙ্গে থাকছেন চার রাজনৈতিক নেতা।

Manual4 Ad Code

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, প্রতিনিধিদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে রাখা হয়েছে।

Manual2 Ad Code

রাজনীতিবিদদের অন্তর্ভুক্তির কারণ জানাতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব ধীরে ধীরে রাজনীতিবিদদের হাতে যাবে। তাই তাঁদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তবে রাজনীতিবিদদের বাইরে আরও কতজন সফরসঙ্গী থাকবেন, তা এখনও জানা যায়নি।

Manual1 Ad Code