কামাল খান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উত্তরা তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্পার্পণের পূর্বে একটি রঙিন র্যালি বের হয়, যা উত্তরা ৩ নং সেক্টরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং ফ্রেন্ডস ক্লাব মাঠে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেসুর রহমান মাসুম,সংগঠনের সহ-সভাপতি মোহিবুল্লাহ সোহেল, কমিশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির, সহ সংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তানজিরুল এইচ,সহ অর্থ বিষয়ক সম্পাদক, মামুন আহমেদ ফিরোজ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, কাজী আশরাফুল প্রমুখ। এরপর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩টায় আলোচনা সভায় কালিমুল্লাহ ইকবালের সভাপতিত্বে ও এম বিল্লাহ শিশিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের এই অনুষ্ঠানে বিষেশ বক্তা ছিলেন মোখলেছুর রহমান মাসুম বলেন, মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকদের অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির যাত্রা এখনও চলমান। সমাজে বৈষম্য ও শোষণের শিকার মানুষ আজও বিদ্যমান এবং স্বাধীন দেশে বাঙালি পুরোপুরি মুক্তির স্বাদ পায়নি। বক্তারা আরও উল্লেখ করেন, দেশের শান্তি, প্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষের প্রয়োজন। সেবামূলক প্রতিটি ক্ষেত্র ভালো মানুষের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে, তখনই সমাজে সত্যিকারের ভালো সংবাদ ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে।