১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

admin
প্রকাশিত ১৬ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২৩:১৬:০৪
জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Manual6 Ad Code

কামাল খান সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উত্তরা তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্পার্পণের পূর্বে একটি রঙিন র্যালি বের হয়, যা উত্তরা ৩ নং সেক্টরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং ফ্রেন্ডস ক্লাব মাঠে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেসুর রহমান মাসুম,সংগঠনের সহ-সভাপতি মোহিবুল্লাহ সোহেল, কমিশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির, সহ সংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তানজিরুল এইচ,সহ অর্থ বিষয়ক সম্পাদক, মামুন আহমেদ ফিরোজ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, কাজী আশরাফুল প্রমুখ। এরপর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩টায় আলোচনা সভায় কালিমুল্লাহ ইকবালের সভাপতিত্বে ও এম বিল্লাহ শিশিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের এই অনুষ্ঠানে বিষেশ বক্তা ছিলেন মোখলেছুর রহমান মাসুম বলেন, মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকদের অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির যাত্রা এখনও চলমান। সমাজে বৈষম্য ও শোষণের শিকার মানুষ আজও বিদ্যমান এবং স্বাধীন দেশে বাঙালি পুরোপুরি মুক্তির স্বাদ পায়নি। বক্তারা আরও উল্লেখ করেন, দেশের শান্তি, প্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষের প্রয়োজন। সেবামূলক প্রতিটি ক্ষেত্র ভালো মানুষের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে, তখনই সমাজে সত্যিকারের ভালো সংবাদ ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে।