১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বর্জনের ঘোষণা জাসদের

admin
প্রকাশিত ২৯ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ২২:৪৪:৪৩
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বর্জনের ঘোষণা জাসদের

Manual1 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। কারাবন্দী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, জাসদ অসাংবিধানিক গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে আয়োজিত একপক্ষীয় ও একতরফা নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলটির দাবি, অন্তর্বর্তী সরকার সুস্পষ্টভাবে নিরপেক্ষ নয়।

Manual2 Ad Code

জাসদের বিবৃতিতে আরও বলা হয়, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবর্তে সরকার একটি অসাংবিধানিক গণভোট এবং একতরফা সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশন সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে ভূমিকা রেখে এসব নির্বাচন আয়োজন করছে, যা এক ধরনের প্রহসন। এ কারণেই জাসদ অসাংবিধানিক গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে অনুষ্ঠিত একপক্ষীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে দিলীপ বড়ুয়া নেতৃত্বাধীন সাম্যবাদী দলও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া ইনুকে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual6 Ad Code