১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয়করণের দাবিতে মিছিলে জলকামান–সাউন্ড গ্রেনেড, দুই শিক্ষক আহত

admin
প্রকাশিত ১৫ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১৯:৫৫:৫০
জাতীয়করণের দাবিতে মিছিলে জলকামান–সাউন্ড গ্রেনেড, দুই শিক্ষক আহত

Manual8 Ad Code

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা শুরু করলে হাইকোর্টসংলগ্ন কদম ফোয়ারার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটকে দেয়।

Manual5 Ad Code

এ সময় মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে দুজন শিক্ষক—নিজাম উদ্দিন ও নাজিয়া আক্তার আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। পরে প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাসে শিক্ষকেরা সড়ক ছাড়েন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক জুয়েল মিয়া জানান, দীর্ঘদিন ধরেই প্রায় পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণের দাবি জানানো হলেও কার্যকর হয়নি। ‘২০১৩ সালে সব বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও রাজনৈতিক বিবেচনায় প্রায় পাঁচ হাজার বিদ্যালয় বাদ পড়ে যায়। পরবর্তী সময়ে একাধিকবার সরকারি চিঠি হলেও কোনো অগ্রগতি হয়নি,’ বলেন তিনি।

আজ সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজারখানেক শিক্ষক প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাঁদের প্রধান দাবি—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণবঞ্চিত বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণ করা।

Manual8 Ad Code

পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নওশাদ আহমেদ বলেন, ‘বিগত সরকারের আমলে আমরা শুধু আশ্বাস পেয়েছি, বাস্তবে কিছু পাইনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদ্যালয়গুলো জাতীয়করণের বাইরে রাখা হয়েছে। এবার প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ জরুরি।’

Manual8 Ad Code

ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘প্রেসক্লাবের সামনে অবস্থান করতে কোনো বাধা দেওয়া হয়নি। তবে যমুনার আশপাশের এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ থাকায় সেখানে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়েছে। কাউকে আটক করা হয়নি।’

Manual3 Ad Code