১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয় নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল

admin
প্রকাশিত ৩০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ২১:৫৩:২০
জাতীয় নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া সহজ করতে জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল করেছে সরকার। এ বিষয়ে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual3 Ad Code

সরকার গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের জনপ্রশাসনবিষয়ক কমিটি গঠন করেছিল। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব থেকে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাবিষয়ক পরামর্শ দেওয়ার দায়িত্ব ছিল এ কমিটির ওপর। তবে পরবর্তী সময়ে তিন দফায় কমিটির গঠনে পরিবর্তন আনা হয়।

Manual5 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কমিটির মতামত নেওয়ার প্রক্রিয়ায় বদলি ও পদায়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছিল। এতে অনেক গুরুত্বপূর্ণ ও জরুরি সিদ্ধান্তও বিলম্বিত হচ্ছিল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্রুত ও কার্যকর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সরকার এই কমিটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, সরকার একই সময় পররাষ্ট্রবিষয়ক কমিটি, স্বরাষ্ট্রবিষয়ক কমিটি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছিল। তবে সর্বশেষ জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল করা হলেও অন্য তিনটি কমিটি বহাল রয়েছে।