
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল শুক্রবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশাকে ক্ষুণ্ণ করবে। এতে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি হবে, যা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
বিএনপি আরও জানায়, ভিন্নমত থাকতেই পারে, তবে শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে কি না, তা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর। ভয়ভীতি, হামলা বা সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম থামিয়ে দেওয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিএনপি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ শেষে কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে পাঁচতলা ভবনের নিচতলা ও প্রথম তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।