জাতীয় যুব দিবসের তারিখ পরিবর্তনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও পদযাত্রা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

জাতীয় যুব দিবসের তারিখ পরিবর্তনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও পদযাত্রা

সিলেট, ২৭ আগস্ট ২০২৫:
জাতীয় যুব দিবসের তারিখ পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রার আয়োজন করেছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন এবং দুপুর ১২টায় শহীদ মিনার থেকে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ধরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হলেও, হঠাৎ করে এ বছর তারিখ পরিবর্তন করে আন্তর্জাতিক যুব দিবসের সাথে একীভূত করার সিদ্ধান্তে যুবসমাজ হতবাক হয়েছে। তারা অভিযোগ করেন, দেশের যুবরা আত্মনির্ভরশীলতার দিক থেকে পিছিয়ে আছে, অথচ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রত্যাশিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। প্রতিবছর জাতীয় যুব দিবসে বিভিন্ন পর্যায়ের সফল যুব সংগঠক ও আত্মকর্মীকে পুরস্কৃত করা হলেও তাদের পরবর্তী কার্যক্রমের খোঁজখবর রাখা হয় না।

বক্তারা আরও বলেন, পুরস্কার প্রদানে বর্তমানে তদবির ও প্রভাব খাটানো হচ্ছে, ফলে প্রকৃত যোগ্যরা উপেক্ষিত হচ্ছেন। জাতীয় যুব দিবসের তারিখ আন্তর্জাতিক যুব দিবসের সাথে মিশে গেলে বাংলাদেশের যুবদের কর্মতৎপরতা ম্লান হয়ে যাবে। তাই তারা অবিলম্বে জাতীয় যুব দিবসের তারিখ পুনরায় ১ নভেম্বর নির্ধারণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ও সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন—বিশিষ্ট সমাজকর্মী ও সাবেক ব্যাংকার রাধিকা রঞ্জন পাল ছাবুল, জুলাই ২০২৪-এর অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, সিলেট জেলার মোঃ আজিজুর রহমান আজিজ, হাজী মোঃ আশরাফ উদ্দিন, এড. মুহাম্মদ কামাল মিয়া, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, তোফায়েল আহমদ, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, মোঃ জুয়েল মিয়া, মোঃ পিকুল হোসেন, দীপক কুমার মোদক বিলু, মোঃ মাহিন মিয়া, জিহাদ হোসেন, আল-ইমরান, সুনামগঞ্জ জেলার মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ আব্দুল আলী, মোঃ আল-আমিন আহমদ, মোহাম্মদ মাহফুজুর রহমান, তানভীর আহমদ, শাহীন আহমেদমোঃ সারজাউল করীম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ