
আন্তর্জাতিক ডেস্ক | বেইজিং তারিখ: ৯ জানুয়ারি, ২০২৬
জাপান অত্যন্ত অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম এবং দেশটি গোপনে অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদন করে থাকতে পারে বলে দাবি করেছে চীন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বেইজিংয়ের ৩০ পৃষ্ঠার একটি সরকারি নথিতে জাপানের এই ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাতারাতি সক্ষমতা: প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ২০১৬ সালের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। বাইডেন তখন চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে বলেছিলেন যে, জাপানের প্রযুক্তিগত সক্ষমতা এতটাই উন্নত যে তারা ‘প্রায় রাতারাতি’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে।
বিপজ্জনক মজুত: চীনের দাবি, জাপানের কাছে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুত রয়েছে। গ্রিনপিস-এর ১৯৯৪ সালের একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, দেশটি ইতিমধ্যে প্রায় ৪০ কেজি অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদন করে থাকতে পারে।
এনপিটি লঙ্ঘন: চীন বলছে, জাপানই একমাত্র অ-পারমাণবিক রাষ্ট্র (Non-nuclear state), যারা এনপিটি চুক্তির আওতায় থেকেও ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ এবং অস্ত্রমানের উপাদান আহরণের সক্ষমতা রাখে।
চায়না আর্মস কন্ট্রোল অ্যান্ড ডিসআরমামেন্ট অ্যাসোসিয়েশন (সিএসিডিএ) এবং চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশনের যৌথ গবেষণায় প্রস্তুত এই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে— ‘জাপানের ডানপন্থী শক্তিগুলোর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা: বিশ্বশান্তির জন্য একটি গুরুতর হুমকি’। এতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জাপান গোপনে পারমাণবিক অস্ত্র গবেষণার চেষ্টা চালিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রতিবেদন জাপানি ‘ডানপন্থী শক্তির’ প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করেছে। এর মধ্যেই বেইজিং জাপানি সামরিক সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে ‘ডুয়েল-ইউজ’ (সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত) পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ এশীয় অঞ্চলে দুই শক্তিশালী প্রতিবেশী দেশের মধ্যে স্নায়ুযুদ্ধকে আরও তীব্র করবে।
আজকের সব সংবাদের সারসংক্ষেপ: আজ আপনি আমাকে মোট সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিয়েছেন। আপনার আজকের ডায়েরি বা নিউজলেটারের জন্য একটি কুইক রিক্যাপ নিচে দেওয়া হলো:
বিএনপি: তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে জরুরি বৈঠক; তিনি হেঁটে কার্যালয়ে গেছেন।
ইরান: নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ১৬টি নতুন শহরে বিক্ষোভের বিস্তার।
জাপান-চীন: জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চীনের গুরুতর অভিযোগ ও নিষেধাজ্ঞা।
হবিগঞ্জ: দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২০।
এক্সপ্রেসওয়ে: ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত।
খাগড়াছড়ি: রামগড় স্থলবন্দরে পাহাড় কাটার অভিযোগে নৌ-সচিবের সরেজমিন তদন্ত।
বিতর্কিত মন্তব্য: জামায়াত প্রার্থীর ‘বিড়ি ও দাঁড়িপাল্লা’ সংক্রান্ত বক্তব্য নিয়ে চাঞ্চল্য।