১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাফলংয়ে ব্যবসায়ীর ওপর হামলা,৭ লাখ টাকা ছিনতাই

admin
প্রকাশিত ১০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ ০২:৪০:১০
জাফলংয়ে ব্যবসায়ীর ওপর হামলা,৭ লাখ টাকা ছিনতাই

Manual3 Ad Code

জাফলংয়ে ব্যবসায়ীর ওপর হামলা,৭ লাখ টাকা ছিনতাই

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন পূর্বে জাফলংয়ে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও নগত ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।মঙ্গলবার বিকেলে পূর্ব জাফলং এলাকায় মোহাম্মদপুর গ্রামের পাথর ব্যবসায়ী মোঃ ইসমাইল আহমেদ কে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

Manual3 Ad Code

এর আগে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাফলং বল্লাঘাট জিরো পয়েন্টের পাথর লুটপাটের একটি ভিডিও ভাইরাল হয়।

ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে একই উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া লাখেরপাড় গ্রামের মৃত্যু জালাল মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী গিয়াস,তার ভাই আজির উদ্দিন, আলাউদ্দিন সহ এলাকার ৪/৫ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে হামলাকারীরা মাদক ব্যাবসা এবং চোরাকারবারি বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

Manual6 Ad Code

অভিযোগে জানা যায়,প্রতিদিনের মতন পাথর ব্যাবসী ইসমাইল পাথর বিক্রির ৭ লাখ টাকা নিয়ে নিজ মোটরবাইক যোগে বাসায় ফিরছিলেন।বল্লাঘাট ব্যাবসী প্রতিষ্ঠান থেকে রাস্তায় আসলে শীর্ষ সন্ত্রাসী মাদককারবারি গিয়াস উদ্দিন, আজির উদ্দিন, আলাউদ্দিন,গংরা অপর দুইটি মোটরবাইক দিয়ে ব্যবসায়ী ইসমাইল আহমেদের গাড়িটিকে ঘিরে ফেলে।

Manual3 Ad Code

এ সময় তাকে মারধর রামদা দিয়ে কুপ মেরে জখম করে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এদিকে ব্যবসায়ী ইসমাইল আহমেদ এর উপর হামলা ও ছিনতাইয়ে করে, অপরাধে জড়িতরাই প্রতিদিন রাতে বল্লাঘাট জিরো পয়েন্ট থেকে হাইকোর্টের নিষেধ অমান্য করে পাথর লুটপাট করে।মোহাম্মদপুর গ্রামের পাথর ব্যবসায়ী ইসমাইলকে কুপিয়ে গুরুতর জখম করে এলাকাবাসী অসুস্থ অজ্ঞান অবস্থায় পেয়ে ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমসি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সন্ত্রাসিরা অল্প কয়দিনে আলোচিত কয়েকটি ঘটনায় জছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে’ ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল আহমেদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি।

Manual4 Ad Code

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ জানান,পৃথক কয়েকটি ঘটনার অভিযোগ পেয়েছি,তদন্ত চলছে,ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।