জাফলং এলাকায় চোরাকারবারীদের গড ফাদার কে এই শাকিল,,,

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩

জাফলং এলাকায় চোরাকারবারীদের গড ফাদার কে এই শাকিল,,

ক্রাইম প্রতিবেদক, গোয়াইনঘাট প্রতিনিধিঃ- সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসছে নিরাপদে গরু মহিষ শাড়ি লুঙ্গি থ্রি পিস মদ ইয়াবা ফেন্সিডিল নেশা জাতীয় দ্রব্য আর বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে দেশীয় মোরগ মাছ শুটকি স্বর্ণের গোল্ড সহ ইত্যাদি পণ্য সামগ্রী ।

 

এসবের নিয়ন্ত্রণ করছেন রাধানগর বাজার এলাকার শাকিল। ক্ষমতাসীন দলের লোক তাই প্রশাসনের পক্ষ থেকে সুযোগ-সুবিধা ভালো পাচ্ছেন, শাকিল এর বড় ভাই ফারুক আহমেদ,গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মেজ ভাই সাবেক মাসুক মেম্বার গোয়াইনঘাট উপজেলা শ্রমিক লীগের আহবায়ক থাকার সুবাদে ক্ষমতাসীন দলের দাপটে ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না কোন কিছুর তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের চুরা কারবার ও প্রশাসনের নামে লাইন নিয়ন্ত্রণ করেন। রাধানগর বাজার গরু মহিষের হাট‌ আগের নামে ইজারা থাকায় ‌ দুই ভাই ভারতীয় গরু মহিষের বৈধতা দিয়া থাকেন । দেশের বিভিন্ন জায়গায় ওই বৈধতা দেখিয়ে গরু মহিষ নিয়ে যেতে কোন অসুবিধা হচ্ছে না।

গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা গুলো হচ্ছে পান্তুমাই বাবুর কোনা হাজিপুর লামা পঞ্জি নস্কিয়া পুঞ্জি মন্দির ঘাট পুরাতন সংগ্রাম পুঞ্জি লন্ডন বাজার কাটারির খাল মগলিন এইসব এলাকা দিয়ে বানের মতো আসছে ভারতীয় গরু মহিষ কসমেটিক্স বিস্কিট চকলেট শাড়ি লুঙ্গি থ্রি পিস সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য । নীরব ভূমিকা য় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি। সন্ধ্যার পর হতে জাফলং চা বাগান দিয়ে নিরবে এসব প্রচার করা হয়। রাধানগর বাজার হয়ে জাফলং চা বাগান হয়ে মগলিন ও কাটারির খাল এলাকায় প্রাইভেট কার সিএনজি লেগুনা পিকআপ লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য সরবরাহ হচ্ছে।

শাকিলের সাথে মুঠোফোন এ বিষয়ে জানতে চাইলে শাকিল অকপটে শিকার করে বলেন যে তিনি এইসব কারবার করেন ।

গোয়ানঘাট থানা ইনচার্জ কেএম নজরুল ইসলাম এর মুঠোফোনে ফোন দিলে এবিষয়টি তিনি জানান অবগত আছেন তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এই নিউজ চলমান থাকবে,,,

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ