জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে র‌্যাব

 

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের জাফলং থেকে লুট হওয়া প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জৈন্তাপুরের আসামপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

র‌্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে, যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়। পরবর্তীতে বিষয়টি হাইকোর্টে রিট আকারে ওঠে।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি সিলেটের টহল টিম, সাদা পোশাকের সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের সহায়তায় আসামপাড়া এলাকায় অভিযান চালায়। এতে জাফলং থেকে লুট হওয়া বিপুল পাথরের মজুদ উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা পাথর ট্রাকে করে নিয়ে জাফলং নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ