সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
বালু মহাল থেকে চাঁদা না পেয়ে খোকন বাহিনীর হা ম লা ,থানায় অ ভি যো গ-আ হ ত কয়েকজন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং পিয়ান নদীর বালু মহাল থেকে চাঁদা না পেয়ে হামলা চালায় খোকন বাহিনী ।হামলায় আহত হন কয়েকজন শ্রমিক । খোকন গংদের বিরুদ্ধে থানায় হামলার অভিযোগ ।খোকন স্বৈরাচারের দোসর ফ্যাসিস্ট আমলে আওয়ামীলীগের নাম ব্যবহার করে চাঁদাবাজী ও চোরাকারবার করে আসছেন বলে জানা যায় ।
গতকাল ( শুক্রবার ) চাঁদা না দেওয়ার কারণে খোকন তার বাহিনী দিয়ে কর্মরত শ্রমিকের উপরে হামলা করতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক হবার পর স্থানীয় লোকজন মিলে বিষয়টি নিষ্পত্তি করে দেয়।
বিকেল বেলা স্থানীয় লোকজন সমাধান করে দিলে, সন্ধ্যার পরে আবাও খোকনের অনুসারীরা জাফলং মামার বাজার মেলার মাঠের পাশে করিমের ক্রাশার মেশিনের অফিসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অফিস কক্ষ ভাঙচুর করে নগদ অর্থসহ জরুরি কাগজ পত্র লুটপাট করে নিয়ে যায়। ভাঙচুরের সময় বাঁধ দিলে উভয় পক্ষ আবারও মারামারিতে জড়ান। গুরুতর আহত হয়ে কয়েক জন মেডিকেলে ভর্তি হয়েছেন বলে স্থানীয় সূত্রে থেকে জানা যায়।
স্থানীয় সূত্রে থেকে আরও জানা যায় ,দীর্ঘদিন থেকে জাফলং এলাকায় খোকন বাহিনী ক্ষমতা দেখিয়ে পিয়াইন নদীতে নিজস্ব জাগা আছে এমন দাবী করে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে। শ্রমিক ও ব্যবসায়ীদের হয়ে প্রতিবাদ করার কারণে ব্যবসায়ী করিম এই হামলার শিকার হন বলে জানিয়েছেন স্থানীয়রা ।
এ ব্যাপারে জানতে করিমের সাথে মুঠফোনে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিদিনের মত আজকেও সন্ধ্যার পরে অফিসে যাই। বিকেল বেলা খোকনের লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়, যা পরে স্থানীয়রা সমাধান করে দেন। এর রেশ ধরে সন্ধ্যার পরে আবারও আমার অফিসে হামলা চালায়। আমার অফিসের মেইন গেইট বন্ধ করে দিয়ে ভিতরে বসে রই। তান্ডব কারীরা গেইটের তালা ভেঙ্গে আমার অফিসের ভিতরে ডুকে দা,লোহার রড ও পাইপ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। এক পর্যায়ে মারাত্মকভাবে আহত হয়ে মাঠিতে লুটিয়ে পড়ি। তারা আমার অফিসের ড্রয়ার খুলে নগদ টাকা ও জরুরি কাগজ পত্র নিয়ে যায়।
পরবর্তিতে করিমের মামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।তিনি অভিযোগে উল্লেখ করেন , ১৫/০৩/২০২৫ ইং তারিখ বিকাল বেলা গোয়াইনঘাট থানাধীন ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত জাফলং ব্রিজ সংলগ্ন পিয়াইন নদীর চড়ে।
থানায় হাজির হইয়া এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি একজন ব্যবসায়ী ও আইন মান্যকারী লোক। বিবাদী খোকন মিয়া, আব্দুস সালাম, আলমাছ উদ্দিন, আবুল কালাম, শরিফ উদ্দিন, মনির উদ্দিন, বেলু মিয়া, কুটিন মিয়াগণ আমার একই সাকিনের বাসিন্দা। বিবাদীগণ খুবই খারাপ উশৃঙ্খল, দাঙ্গাবাজ ও পতিত স্বৈরাচারের দোসর ফ্যাসিস্ট আমলে আওয়ামীলীগের নাম ব্যবহার করিয়া চাঁদাবাজী ও চোরাকারবার করিয়া আসিতেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রহিয়াছে। তাদের কোন সুনির্দিষ্ট পেশা নাই।
বিবাদী খোকন মিয়া, আব্দুস সালাম, আলমাছ উদ্দিন, আবুল কালাম, শরিফ উদ্দিন, মনির উদ্দিন, বেলু মিয়া, কুটিন মিয়াগণ সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অন্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতায় দলবদ্ধভাবে বাশের লাঠি, কাঠের রুইল, সুলফি, ডেগার ইত্যাদি নিয়ে ঘটনাস্থলে অতর্কিতভাবে উপস্থিত হইয়া আমার ভাগ্নাদেরকে বার্কি শ্রমিক হিসাবে কাজ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি দেয়।
বিবাদীগণ বলে বর্ণিত স্থানে কাজ করিতে হইলে তাহাদেরকে প্রতিটি বার্কি নৌকা ১০০০/- (এক হাজার) টাকা করে চাঁদা দিতে হইবে। ইহাতে আমি প্রতিবাদ করিলে সাথেসাথেই ১নং বিবাদী আলমাছ উদ্দিন এর হুকুমে অন্যান্য বিবাদী খোকন মিয়া, আব্দুস সালাম, আলমাছ উদ্দিন, আবুল কালাম, শরিফ উদ্দিন, মনির উদ্দিন, বেলু মিয়া, কুটিন মিয়াগণসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন বিবাদীরা একই উদ্দেশ্যে আমাদেরকে এলোপাতাড়িভাবে আক্রমন করে।
নৌকা ভাংচুর করিয়া অনুমান-৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। বিবাদী মনির উদ্দিন আমাকে এলোপাতাড়িভাবে চড়-থাপ্পড়, কিল-ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলাছেচা জখম করে ও তাহার দুই হাত দিয়া আমার গলায় চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া প্রাণে হত্যার চেষ্টা করে। বিবাদী আবুল কালাম তাহার হাতে থাকা কাঠের রুইল দিয়া আমাকে এলোপাতাড়িভাবে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে ছেচাফুলা জখম করে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD