সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মে ১, ২০২৩
জাফলং সীমান্তে চোরাকারবারি সায়েদ আহমদ এর খুঁটির জোর কোথায় ?
নিজস্ব প্রতিনিধিঃ- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর ইসলাম পুরের সায়েদ আহমদ জাফলং সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে চোরাচালান ও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দীর্ঘদিন ধরে বিপুল পরিমান মোবাইল, চিনি, কসমেটিকস, মদ,গাঁজা সহ অসংখ্য পরিমাণ মালামাল ভারত থেকে অবৈধ ভাবে মোবাইলের বড় বড় চালান চোরাই পথে বাংলাদেশে আমাদানি করছেন।
কিন্ত দিনের পর দিন, বছরের পর বছর এসব অভিযানে শুধু বহনকারী শ্রমিকই আটক হয়ে আসছে।
মোবাইল উদ্ধার ও বহনকারীদের কে আটকের পর মামলা হলেও পরবর্তী তদন্ত দূর্বল হওয়ায় চালানগুলোর মূল হোতাদের মুখোশ উন্মোচিত হয়না।
আর এতে মোবাইলের চোরাচালান ও ব্যবসায়ী গডফাদাররা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।
এতে স্থানীয় গোয়াইনঘাটের জনসাধারণের তথ্য সূত্র থেকে জানা যায় যে গোয়াইনঘাট দিয়ে দীর্ঘদিন ধরে দিন-রাত সায়েদ আহমদ এর নেতৃত্বে ভারত থেকে বাংলাদেশের চোরাই পথে অবৈধভাবে বড় বড় চালানে মোবাইল, কসমেটিকস, চিনি, মাদক সহ অসংখ্য মালামাল বাংলাদেশে আসছে….।
সিলেট জেলা পুলিশ এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
জাফলং সীমান্তের গডফাদারদের নিয়ে আসছে আরো অনেক গোপন তথ্য বিস্তারিত জানতে… আপনারা সবাই সাথেই থাকুন!!
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D