সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩
জাফলং সীমান্তে বিজিবির নামে চাঁদাবাজিতে কে এই নাজিম ও রজব আলী
গোয়াইনঘাট প্রতিনিধি:- সিলেটের গোয়ানঘাট উপজেলার পূর্ব জাফলং সীমান্তে নাজিম ও রজব আলী বাহিনীর নিয়ন্ত্রণে চলছে বিজিবি ও থানা পুলিশের নামে চাঁদাবাজি, যেসব এলাকায় চাঁদাবাজি হয় যেমন – গুচ্ছগ্রাম, লালমাটি, বিজিবি ক্যাম্পের পাশে দিয়ে চিনি, চা পাতা , কসমেটিক্স শাড়ি, থ্রি পিস, মোবাইল ফোন,মদ, ইয়াবা, ফেন্সিডিল, সহ বিভিন্ন ব্র্যান্ডের মালামাল, অপেন ভারত থেকে বাংলাদেশে আসছে নিরাপদে নেই কোন বাধা।
এই সব এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে প্রবেশ করা নিষেধাজ্ঞা থাকলেও তাদের জন্য নেই কোন বাধা আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিছু অসাধু বিজিবির কর্মকর্তার সাথে হাত মিলিয়ে চালিয়ে যাচ্ছে তাদের চোরাচালান ব্যবসা, আর তাতে লাভবান হচ্ছেন নাজিম ও রজব আলী নামের লাইনম্যান।
এ সকল লাইনম্যানদের নিয়ন্ত্রণে একেক সময় একেক রাস্তা ব্যবহার করে ভারত থেকে আনা ভারতীয় নিষিদ্ধ পণ্য ও দামি দামি, ব্র্যান্ডের মালামাল নিয়ে আসছে, কাটুনের ভিতরে কেউ তা খুলে দেখেন না। এসব নিয়ন্ত্রণ করতে দুই লাইনম্যানের রয়েছেন লাঠিয়াল বাহিনী তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে নারাজ। কেউ মুখ খুললে তাদেরকে ভয় বিথী দেখানো হয় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর ব্যবস্থা করেন এই নাজিম উদ্দীন বাহিনী ।
শুধু তাই নয় এই রজব আলী নামের লোকটি এলাকায় মদ খেয়ে মাতাল হয়ে নিরীহ অসহায় মানুষের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার সাধারণ জনতা ও সচেতন নাগরিকরা এদের অত্যাচার থেকে রেহাই পেতে চায়, প্রশাসনের সাথে তাদের সুসম্পর্ক থাকার কারণে এই নাজিম উদ্দীন ও রজব আলী চাঁদাবাজ তাদের দাপটের সাথে চোরাকারবারীদের ও চোরাচালানী দের, কাছ থেকে চাঁদা আদায় করতে সক্ষম,
এতে অল্প কয়েকদিনে লক্ষ লক্ষ টাকা কামিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ নাজিম ও রজব আলী বাহিনী ।
আর ভারত থেকে চোরাই পথে আসতে কোটি কোটি টাকার মালামাল বাংলাদেশে, আর তাতে বাংলাদেশ সরকার হারাচ্ছেন লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয়। সংগ্রাম সীমান্তের লালমাটি ও গুচ্ছ গ্রাম পয়েন্ট হতে তামাবিল স্থল বন্দর তালতলা আম স্বপ্ন নলজুরি সীমান্ত এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসছে নিরাপদে। কয়েকদিন পূর্বে ৭১ টিভি সাংবাদিকদের অনুসন্ধানে চিনি সহ একটি অটো গাড়ি আটক করা হলে, এসব লাইনম্যানের সহযোগিতায় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে জানতে বিজিবি কামান্ডারের মুঠো ফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন এইসব অভিযোগ সঠিকভাবে তথ্য প্রমান পেলে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D