সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ২, ২০২৩
জাফলং সীমান্ত এলাকায় হাশেম মিয়ার দোকান লুটপাট থানায় অভিযোগ ?
নিজস্ব প্রতিনিধিঃ- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ছৈলাখেলের এলাকার মোঃ হাশেম মিয়ার দোকান লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে।
এ বিষয়ে হাশেম মিয়া বাদীর হয়ে গতকাল ০২/০৫/২০২৩ ইংরেজি তারিখে গোয়াইনঘাট থানায় কয়েকজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে পূর্ব শত্রুতার জের ধরে হাশেম মিয়ার দোকান ভাঙচুর ও ৩ লক্ষ ৭৫ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে আরো জানা গেছে যে বিগত ৮ মাস আগে হাশেম মিয়া উক্ত অভিযোগের আসামিদের সাথে কোন এক সূত্র পাতে কথা কাটাকাটির ঝগড়া বিবাদ হয়েছিল তখন স্থানীয় এলাকার মুরুব্বিয়ানগণ উভয়পক্ষকে মীমাংসা করে দিয়েছিলেন
এরপর থেকে উক্ত অভিযোগের আসামিগণ হাশেম মিয়ার সাথে ঝগড়া বিবাদ মারামারি করার জন্য বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু হাশেম মিয়া নিরীহ মানুষ বলে ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলতেন।
এক পর্যায়ে গতকাল দুপুর আনুমান ১১ ঘটিকার দিকে হাশেম মিয়া তাহার দোকানের কর্মচারীকে দোকানে রেখে একটি জরুরী কাজের জন্য বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর অনুমান ১২ টার দিকে দোকান কর্মচারীর ফোনের মাধ্যমে খবর জানতে পারেন যে একদল সন্ত্রাসী (১) ফজল মিয়া (২) আব্দুল জব্বার (৩) ডালিম মিয়া সহ অজ্ঞাত আরো দুই তিন জন মিলে হাশেম মিয়ার দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা বিভিন্ন ধরনের ৮০ হাজার টাকার সিগারেট ৯০ হাজার টাকা মূল্যের দুইটি ফ্রিজ এবং ফ্রিজে থাকা প্রায় ত্রিশ হাজার টাকার মূল্যের মালামাল ও দোকানের গ্লাস ভাঙচুর প্রায় আরো ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ অভিযোগে উল্লেখ করেছেন বলে জানা গেছে।
কিন্তু এদিকে হাশেম মিয়া থানায় অভিযোগ করার কারণে উক্ত অভিযোগের সন্ত্রাসীরা হাসেম মিয়াকে প্রাণে হত্যা করার জন্য সমস্ত এলাকা খোঁজাখুঁজি করতেছে বলে দাবি করেছেন হাশেম মিয়ার পরিবারের লোকজন।
উক্ত আসামীদের বিরুদ্ধে অতিসত্বর আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় গোয়াইনঘাট থানা পুলিশের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হাশেম মিয়ার পরিবারের লোকজন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D