জাবিতে ‘১০০ ভোটের দাম ২০ হাজার টাকা’ লেখা কাগজ ঘিরে আলোচনা

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

জাবিতে ‘১০০ ভোটের দাম ২০ হাজার টাকা’ লেখা কাগজ ঘিরে আলোচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘১০০ ভোটের দাম ২০ হাজার টাকা’ লেখা একটি কাগজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা এলাকায় গাছে ঝোলানো অবস্থায় দেখা গেছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর থেকে শিক্ষার্থীদের নজরে আসে বিষয়টি।

কাগজটিতে লেখা ছিল—
“হাতে ১০০ ভোট আছে। লাগলে জানাবেন। ফিক্সড–২০ হাজার। যোগাযোগ: (ঢাকা মেট্রো-ল-৬৩৬৫৪২) আ ফ ম কামাল উদ্দিন হল–বাইক।”

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

কামাল উদ্দিন হলের কয়েকজন শিক্ষার্থী জানান, উল্লিখিত নম্বরপ্লেটসংবলিত কোনো বাইক আছে কি না তা তাঁরা নিশ্চিত নন। বিষয়টিকে অধিকাংশ শিক্ষার্থী ‘মজা’ হিসেবেই দেখছেন।

প্রার্থীর মন্তব্য

জাকসুর জিএস পদপ্রার্থী তৌহিদ সিয়াম বলেন,

“এটা যদি মজা হিসেবে করা হয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সত্যিই ভোট বিক্রির প্রবণতা থেকে থাকে, তবে সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ