২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাবি নিয়ে আমির হামজার বক্তব্য অসত্য: বিশ্ববিদ্যালয় প্রশাসন

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২১:১৬:২৭
জাবি নিয়ে আমির হামজার বক্তব্য অসত্য: বিশ্ববিদ্যালয় প্রশাসন

Manual1 Ad Code

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আমির হামজার বক্তব্যকে অসত্য দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির হামজা দাবি করেছেন তিনি জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে ‘মদ’ দিয়ে কুলি করা ও শিক্ষকদের ছাত্রদের লাঠি দিয়ে পেটানোর ঘটনা দেখেছেন। প্রশাসন জানিয়েছে, এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

Manual6 Ad Code

প্রশাসনের ব্যাখ্যায় বলা হয়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় ২০১১ সালে, তখনই প্রথম ভর্তি কার্যক্রম শুরু হয়। তাই তাঁর ভর্তির দাবি সত্য নয়। তাছাড়া মদ দিয়ে কুলি করা বা শিক্ষককে ছাত্রদের লাঠি দিয়ে পেটানোর কোনো প্রমাণ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ও দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে ভবিষ্যতে বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছে।

Manual5 Ad Code