জামায়াতের অবস্থান: তারেক মনোয়ারের বক্তব্যে সম্পৃক্ততা নেই

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

জামায়াতের অবস্থান: তারেক মনোয়ারের বক্তব্যে সম্পৃক্ততা নেই

দরসে নেজামির আলেমদের নিয়ে ইসলামি বক্তা মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ওই বক্তব্য সম্পূর্ণ তারেক মনোয়ারের ব্যক্তিগত মত। এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা “দুঃখজনক ও অনভিপ্রেত”

জুবায়ের আরও বলেন,
🔹 তারেক মনোয়ার ইতিমধ্যেই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
🔹 জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজকে গভীর শ্রদ্ধায় দেখছে এবং তাঁদের মুসলিম উম্মাহর পথপ্রদর্শক হিসেবে সম্মান করে।
🔹 আলেমদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান জামায়াতে ইসলামী কখনো নেয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি সিরাতুন্নবী (সা.) মাহফিলে আয়োজিত এক আলোচনায় তারেক মনোয়ার দরসে নেজামির আলেমদের “ফ্যাসিস্টের দোসর” আখ্যা দিয়ে তাঁদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানান। তাঁর মন্তব্যকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ