২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

admin
প্রকাশিত ১৭ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২০:২০:৪৮
জামায়াত নেতাকে কুপিয়ে জখম

Manual7 Ad Code

দলীয় ব্যানার লাগানোর সময় আলী আকবর শেখ (৫০) নামের এক জামায়াত নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

 

 

 

হামলার শিকার আলী আকবর শেখ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। এর আগে বুধবার দিনগত রাতে ফতুল্লার রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

 

 

 

 

Manual4 Ad Code

আলী আকবরের অভিযোগ, অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এক ছাত্রকে হত্যার মামলাও রয়েছে। এটা নিছক ব্যক্তিগত হামলা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের কর্মসূচি বানচাল ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এটি পরিকল্পিত হামলা।

Manual3 Ad Code

আলী আকবর বলেন, ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষ্যে ব্যানার লাগাচ্ছিলাম। এ সময় নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আমাকে ফোন করে মাদরাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভেতরে নিয়ে গিয়ে হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, নজরুল প্রথমে কিল-ঘুসি ও লাথি মারেন। পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারতে যান। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্র্মতা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে।