কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ দিয়েছেন। ডোব্রিন্ট বলেন, ‘যাত্রীরা যখন বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত উপায়ে আক্রান্ত হন, তখন তা মর্মান্তিক।’
হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। শহরের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিদিন এখানে ৫ লাখ ৫০ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে এবং এখনো বাড়ছে। ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনের আগে কিছু ঘটনা অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়িয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে জার্মানির আসাফেনবুর্গ শহরে ছুরিকাঘাতে দুজন নিহত হওয়ার পর আফগানিস্তানের ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নিহতদের মধ্যে এক শিশুও ছিল। গত বছর, পশ্চিম জার্মানির সোলিংগেন শহরে এক উৎসবে ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার কথা স্বীকার করে এক ব্যক্তি আত্মসমর্পণ করেন।