১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন উপলক্ষে তিন দিন পরীক্ষা-শিক্ষা কার্যক্রম বন্ধ

admin
প্রকাশিত ০৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ১৪:৪৭:০৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন উপলক্ষে তিন দিন পরীক্ষা-শিক্ষা কার্যক্রম বন্ধ

Manual8 Ad Code

ক্যাম্পাস প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। তবে ৯ সেপ্টেম্বর ক্লাস চললেও ১০ ও ১১ সেপ্টেম্বর ক্লাস ও পরীক্ষা—দুটিই বন্ধ থাকবে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সব পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। ১০ ও ১১ সেপ্টেম্বর ক্লাস ও পরীক্ষা উভয়ই স্থগিত থাকবে। এ ছাড়া ১২ ও ১৩ সেপ্টেম্বর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

Manual8 Ad Code

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাকসু নির্বাচনের দিন পর্যন্ত কোনো নতুন চূড়ান্ত পরীক্ষার রুটিন ঘোষণা করা যাবে না।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

Manual2 Ad Code