
জাহানারা আলমের বিরুদ্ধে জাতীয় দলের সময় তৎকালীন নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের উপর যৌন হয়রানির সরাসরি অভিযোগ তুলেছেন। ওই সাক্ষাৎকারের পরে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইস্যুটিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ Cricket বোর্ড (বিসিবি) ইতিমধ্যে ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে দেশের প্রাক্তন দুই অধিনায়ক — মাশরাফি বিন মুস্তাফা ও তামিম ইকবাল—ও মন্তব্য করেছেন এবং সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি করেছেন।
এ আলোচিত ঘটনার প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ভুক্তভোগী জাহানারার সঙ্গে সরকারের দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন এটি ফৌজদারি অপরাধ, তাই জাহানারা যদি আইনি ব্যবস্থা নিতে চান—সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।
উপদেষ্টা আরও বলেন, এই ধরনের নেক্কারজনক কাজের জন্য কেউ ছাড় পাবে না এবং অন্যান্য খেলা থেকেও যুগে যুগে উঠা এমন অভিযোগগুলোকে অবহেলা করা যাবে না—এসব প্রতিরোধ ও বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
ঘটনাটি নিয়ে বিসিসি থেকে গঠন করা তদন্ত কমিটির কাজ, তদন্তের ফলাফল ও সম্ভাব্য আইনগত ব্যবস্থা সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।